ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এখনই রিয়াদ-মুশফিকদের শেষ দেখছেন না হাথুরু 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ১৯:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ২০২৩ বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচ দিয়েই কি তবে বিশ্বকাপ যাত্রা শেষ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের। 

 

ভারতে বিশ্বকাপ চলাকালীন মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন তিনি খুব শিগগিরই অবসর নেবেন। মুশফিক ও সাকিব খেলা চালিয়ে গেলেও আগামী বিশ্বকাপে তাদের খেলা অনিশ্চিত।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, তাদের যাত্রাটা অসাধারণ। চার-পাঁচটা বিশ্বকাপ খেলা ইউনিক। আমি জানি না তারা শেষ বিশ্বকাপ খেলছে কিনা! তারা এখনো অনেক ফিট, এখনো পারফর্ম করছে। তারা শেষ টানবে কিনা তা তাদের সিদ্ধান্ত, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। তবে চার-পাঁচ বিশ্বকাপ খেলাটা অনেকের কাছেই স্বপ্নের মতো।

টাইগারদের কোচ আরও বলেন, বাংলাদেশের ছোট ক্রিকেট যাত্রায় তারা বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা। যদি তারা শেষ করার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের 'চেঞ্জ অব ব্যাটন' এর মতো।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।