ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাসার কথা মিডিয়াতে বলবো না, পাপনকে নিয়ে সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ৯০০ কোটি টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় সময় অপেশাদার আচরণ করে। এই যেমন ভেতরের কথাও জানিয়ে দেয় মিডিয়াতে। অনেক সময় এই কাজ করেন বোর্ডের কোন পরিচালক তো কখনও আবার স্বয়ং বিসিবি সভাপতি। 

সাকিব-তামিম সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছিল। এমন সময় নাজমুল হাসান পাপন অফিশিয়ালি জানিয়েছিল তাদের মধ্যে কথা হয়না। যা মোটেও ভালো হয়নি বলে মনে করেন সাকিব। 

এ বিষয়ে  সাকিব বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’

তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষে স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।