ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাকিবের চাইতে সিরিয়াস ক্রিকেট কেউ খেলে না: পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০১:৪১

সাকিব আল হাসান ও নাজমুল পাপন। ফাইল ছবি সাকিব আল হাসান ও নাজমুল পাপন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অধিনায়ক তামিমের পদত্যাগের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে কয়েক জনের নামই বেশ ঢালাওভাবে শোনা যাচ্ছিল। যেই তালিকায় ছিলেন লিটন দাস কিংবা মেহেদী মিরাজের নামটাও। তবে, বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল সেটা ছিল সাকিব আল হাসান। শুক্রবার দুপুরে হয়েছে সেই অপেক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেলেও, কেবলমাত্র এশিয়া কাপ ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপেই অধিনায়ক হিসেবে দেখা যাবে সাকিবকে। এরপর পার্মানেন্ট অধিনায়ক কে হবেন সেই নিয়ে আলোচনা হবে। সাকিবকে অধিনায়ক ঘোষণা করে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপ—সবগুলোর জন্যই (সাকিব) অধিনায়ক।’ 

ওর সঙ্গে সে রকম (দীর্ঘ মেয়াদে অধিনায়কত্বের ব্যাপারে) আলোচনা হয়নি। ও দেশে এলে বলতে পারব। দীর্ঘ মেয়াদে ওর পরিকল্পনাটাও জানতে হবে।’ যোগ করে বলেছেন পাপন। 

সাকিবকে নিয়ে শুরুটা সংশয় প্রকাশ করলেও, সাকিবের চাইতে সিরিয়াস কাউকে দেখছেন না পাপন। সাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ জানাতে গিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, সে কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না…। এখন দেখছি, ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে।’

ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর বাংলাদেশের তিন ফরম্যাটেই নেতা এখন সাকিব। যা ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা সাকিবের জন্য খানিকটা চাপের হয়ে যায়৷। তাই যেকোনো এক ফরম্যাটের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দিতে যায় বিসিবি। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন। একে তো ও দেশের বাইরে, তার ওপর একটা দলের হয়ে খেলছে। ওখানে ওরও কিছু ব্যস্ততা আছে। সে জন্য ওকে বেশি ডিস্টার্ব করতে চাইনি। আজকেও আবার ওর খেলা।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।