ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিনায়ক সাকিবের বিকল্প লিটন-মেহেদি, অলরাউন্ডার সাকিবের ভূমিকায় কে?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৩ ১৬:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সাকিব আল হাসান, বাইশ গজের ক্রিকেটে 'টু ইন ওয়ান'৷ বর্তমান টেস্ট দলের নেতার আসনে তিনি৷ যদিও ইনজুরির কারনে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা শতভাগ নিশ্চিত৷

সাকিবের অবর্তমানে দলকে নেতৃত্ব দিতে পারেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের যে কেউ৷ তবে দলে অলরাউন্ডার সাকিবের ভূমিকা পালন করবেন কে?

অতীতে সাকিব একাদশে না থাকলে বাকিদের নিতে হয়েছে বাড়তি দায়িত্ব৷ এবারও ব্যতিক্রম হবে না তেমনটির৷ কেননা সাকিবের বিকল্প সেভাবে কাউকে ভাবছেন না নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন৷ তিনি মনে করেন, দলে যারা আছে তাদেরকেই নিতে হবে বাড়তি দায়িত্ব৷

সাকিব ইস্যুতে গনমাধ্যমে বাশার বলেছেন, ‘সাকিব একাই দুজন। ওর না থাকাটা একটা বড় ধাক্কা। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

সাকিবের বোলিং নিয়ে বাশার বলেন, ‘সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। তবে সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। তাই আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে৷

চলতি বছরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব ব্যাট হাতে ৮৭ রান করার পাশাপাশি বল হাতে তুলেছিলেন ২ উইকেট৷ অলরাউন্ডার সাকিবের অভাব পূরণের দায়িত্বের বড় অংশ সামলাতে হবে মিরাজকেই৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং বিভাগেও রাখতে হবে অবদান৷

ক্যারিয়ারের মধুর সময়ে আছেন মিরাজ৷ সবশেষ টেস্টে খেলেছেন ব্যক্তিগত ৫৫ রানের ইনিংস৷ বল হাতেও নিয়েছেন দুই উইকেট৷ মিরাজই হবেন ভবিষ্যত সাকিব, এমন কথা সমর্থকদের মুখে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।