ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাসকিন-সাকিবদের মুন্সিয়ানায় ভাটা পড়লেন হাসানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৩ ০২:৫৫

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আর এরই সাথে শেষ হয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে সুপার লিগের যাত্রা। আগেই বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করার পর ওয়ানডে সুপার লিগে তিনে থেকেই করেছে শেষ। ২৪ ম্যাচ খেলে বাংলাদেশ অর্জন করেছে মোট ১৫৫ পয়েন্ট। সমান ম্যাচ খেলে বাংলাদেশের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ করেছে নিউজিল্যান্ড। 

ওয়ানডে সুপার লিগে বল প্রতিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম হারাম করেছে টাইগার বোলাররা। বাংলাদেশের একাধিক সিরিজ জয়েও তাসকিন-সাকিবরা রেখেছেন সিংহভাগ অবদান। ওয়ানডে সুপার লিগে সর্বোচ্চ দশ উইকেট সংগ্রাহকের তালিকায় বাংলাদেশের রয়েছেন একাধিক ক্রিকেটারও। একনজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকা। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট সংগ্রাহক :

১) সাকিব আল হাসান: বয়সটা গত মার্চেই পেরিয়েছে ৩৬। তবে বাইশ গজে দাপট দেখানো পারফরম্যান্স এখনও অব্ধি অব্যাহত রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডে সুপার লিগে ২০ ম্যাচ খেলা সাকিব ২৪ গড়ে উইকেট নিয়েছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১টি। তালিকায় ছয় নম্বরে ঠাঁই পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার গড়েছেন অন্যন্য কীর্তিও। বল হাতে ত্রিশের বেশি উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতেও করেছেন ৬০০'র বেশি রান। ওয়ানডে সুপার লিগে এমন কীর্তি নেই বিশ্বের আর কোন ক্রিকেটারের। 

২) মেহেদী হাসান মিরাজ: তালিকায় দুই নম্বর নামটি তারকা অলরাউন্ডার মেহেদী হাসানের মিরাজের। সাকিবের চাইতে তিন ম্যাচ বেশি খেলা মিরাজের উইকেট সংখ্যা ৩০টি। বল হাতে মিডল অর্ডারের প্রতিপক্ষের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা মিরাজ ওয়ানডে সুপার লিগে ছিলেন সবচেয়ে উজ্জ্বল পারফর্মার।

৩) মুস্তাফিজুর রহমান: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ক্রমাগত অফফর্মের কারণে দল থেকেও পড়তে হয়েছিল বাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজের বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে ঠাঁই পেয়েছিলেন এক সময়কার দলের এই অটোচয়েস ক্রিকেটার। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। চার আইরিশ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ। হয়েছেন ম্যাচসেরা। তাতেই ওয়ানডে সুপার লিগে ২০ ম্যাচ খেলে এই পেসার ঝুলিতে নিয়েছেন ২৭ উইকেট। 

৪) তাসকিন আহমেদ: ওয়ানডে সুপার লিগে বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। চোটের কারণে একাধিক সিরিজ মিস করলেও এই পেসার প্রতিপক্ষ শিবিরে রীতিমতো ধরিয়েছিলেন ভয়। উইকেট সংখ্যা খুব একটা বেশি না পেলেও, দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ে মূখ্য ভূমিকাই রেখেছেন এই পেসার। ইনজুরিতে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ মিস করা তাসকিন ১৮ ম্যাচ খেলে নিয়েছেন মুস্তাফিজের চাইতে এক উইকেট কম ২৬টি।

৫) শরিফুল ইসলাম: তালিকায় পাঁচ নম্বর অবস্থান করছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত হলেও মাঝপথে ইনজুরি আর অফ ফর্ম এই পেসারকে পিছিয়ে দিয়েছে অনেকখানিই। তাতেই একাদশে সুযোগ হয়নি খুব একটা। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে দুই ম্যাচে সুযোগ পেলেও নামের প্রতি করতে পারেনি সুবিচার। ওয়ানডে সুপার লিগে ১২ ম্যাচ খেলা পঞ্চগড়ের এই পেসার নিয়েছেন ১৬ উইকেট। 

 

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে সেরা পাঁচে জায়গা না পেলেও বল হাতে দুর্দান্ত ছিল হাসান মাহমুদ, ইবাদত হোসেনদের পারফরম্যান্স।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।