ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আজ বিসিবিতে যোগ দিচ্ছেন মুশতাক আহমেদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪ ১২:১৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তানের সাবেক তারকা লেগ স্পিনার মুশতাক আহমেদকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আজ চাকরিতে যোগ দিবেন তিনি। তবে স্পিনারদের সাথে আনুষ্ঠানিক কাজ শুরু করতে অপেক্ষা করতে হবে আরও দিন কয়েক। 

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ চলায় ২৯ এপ্রিল থেকে ক্যাম্প করা হতে পারে। কারণ আবাহনী চায় সুপার লিগের তিন রাউন্ড শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়তে। সে ক্ষেত্রে লেগস্পিন কোচ মুশতাক আহমেদ আজ নতুন চাকরিতে যোগ দিলেও স্পিনারদের পাঠ দিতে পারবেন না।

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কোচিং প্যানেলের সদস্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল নিয়েও সভা করার কথা রয়েছে আজ। জানা গেছে চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম তিন টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা হতে পারে। 

বিশ্বকাপজয়ী পাকিস্তানি এ লেগিকে নিয়োগ দেওয়া হয়েছে টি২০ বিশ্বকাপ পর্যন্ত। ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। জাতীয় দলে লেগস্পিনার কোচ নিয়োগ দেওয়ায় বেশি লাভ হবে রিশাদ হোসেনের।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।