শহিদ চান্দু স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাড়লো বিসিবি
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০৭:৩০
নট আউট ডেস্কঃ বগুড়ায় অবস্থিত শহিদ চান্দু স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের সকল-দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে বিসিবি। এখন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ দেখভাল করবে এই স্টেডিয়ামকে।
বিসিবির কর্তৃক জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বরাবর এক চিঠিতে এমনটিই জানিয়েছে বিসিবি। চিঠিতে উল্লেখ করা হয়েছে বিগত কয়েক বছর যাবৎ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে এই স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না। যার ফলে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বগুড়ার এই ভেন্যু থেকে বিসিবির সকল কর্মকর্তা ও কর্মচারীদের ইতোমধ্যে অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে।
বগুড়ার ভেন্যু ম্যানেজার জানিয়েছেন, ঢাকা থেকে মোবাইলে নির্দেশ দেওয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সব মালামাল ঢাকাস্থ মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একই সাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...
ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: