ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিম-সাকিব ইস্যুতে প্রশ্ন করতেই খেপেছেন হাথুরুসিংহে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৬:২০

সাকিব আল হাসান ও হাথুরুসিংহে। ছবি: বিসিবি সাকিব আল হাসান ও হাথুরুসিংহে। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ রাত পোহালেই শুরু বাংলাদেশের ইংল্যান্ড সিরিজ। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে আসা ইংলিশরা এবার খেলবে টি-টোয়েন্টিও। তবে সিরিজের সেই উত্তাপকে ছাড়িয়ে গেছে, চলমান তামিম-সাকিবের বিরোধ। কদিন ধরেই টাইগারদের সংবাদ সম্মেলনে হট টপিক হয়ে থাকছেন এই দু'জন। 

আজ (মঙ্গলবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও কথা বলতে হয়েছে সাকিব-তামিম ইস্যুতে। এক পর্যায়ে বিরক্ত হয়ে রীতিমতো খেপেছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেই বসেন, ‘এখন সিরিজ শুরুর আগে এ সম্পর্কে প্রশ্ন করার আদর্শ সময় কি?’

সাকিব ও তামিমের সম্পর্কটা আর নেই সেটা যেমন ওপেন সিক্রেট, সেই প্রভাব পড়েছে টাইগারদের ড্রেসিংরুমেও। তবে মাঠের বাইরের এসব কর্মকাণ্ডের প্রভাব যাতে মাঠের খেলায় না পড়ে, সেদিকেই চোখ রাখছেন হাথুরুসিংহে। তিনি আরও বলেছেন, ‘দেখতে হবে কোনো পারস্পরিক খারাপ সম্পর্কের কারণে জাতীয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যদি দলের ক্ষতি না হয়, তাহলে আমি কোনো সমস্যা দেখি না।’

 

‘এক দলে খেললেই যে সবাই খুব ভালো বন্ধু হবে, একজন আরেকজনের সাথে ঘুরতে যাবে, রাতের খাবার খাবে; এমন নয়।’ যোগ করে বলেছেন হাথুরাসিংহে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।