ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ইংলিশরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩

বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল এখন ঢাকায়। ছবি: বিসিবি বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল এখন ঢাকায়। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলার-মঈন আলীরা। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংলিশরা। এর আগে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফর করে যায় দলটি।

আগামী ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের এই দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া আগামী ৩ ও ৬ ও অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। অবশ্য স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড ইতিমধ্যেই ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

আগামী ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দলের এই দ্বিপাক্ষিক সিরিজটি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।