ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টেও খেলা হচ্ছে না রোহিতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ২২:৫৩

রোহিত শর্মা। ফাইল ছবি রোহিত শর্মা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আঙুলের চোটে বাংলাদেশ সফরের মাঝপথেই দেশের বিমান ধরতে হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। যার কারণে, চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট মিস করেছিলেন এই তারকা ওপেনার। ধারণা করা হচ্ছিল, ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই সেরে উঠবেন তিনি। তবে, চোট সেরে না উঠায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টও মিস করতে যাচ্ছেন রোহিত। এমনটাও দাবি ভারতীয় শীর্ষস্থানীয় সব সংবাদসংস্থার।

ভারতীয় গন মাধ্যমের দাবি, রোহিতের বুড়ো আঙুলের চোট পুরোপুরি সেরে ওঠেনি। তাই দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় যাবেন না ভারতের অধিনায়ক। কবে নাগাদ রোহিত মাঠে ফিরবেন, তাও স্পষ্টভাবে বলা যাচ্ছে না।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছেন রোহিত শর্মা। পরদিনই তাই মুম্বাইয়ের বিমান ধরতে হয়েছিল তাকে। যার কারণে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলা হয়নি তার। এমনকি দুই টেস্টের সিরিজের প্রথমটাও মিস করেন তিনি। তার পরিবর্তে বাংলাদেশ সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। 

উল্লেখ্য, রোহিতকে ছাড়াই প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে ভারত। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারায় সফরকারীরা। আগামী ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।