ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শেষ বিকেলে ম্যাচে ফিরল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৩:৫১

পুজারা-আইয়ারের জুটিতে বড় সংগ্রহের পথে ভারত৷ গেটি ইমেজ পুজারা-আইয়ারের জুটিতে বড় সংগ্রহের পথে ভারত৷ গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ একাধিক জীবন পেয়ে চোখ রাঙানি দিচ্ছিল আইয়ার-পুজারা জুটি। শেষ বিকেলে এবাদতের বলে আউট হয়েও, বেইল না পড়ার এই যাত্রায় আরেকবার বেঁচে ও যান আইয়ার। তাতেই দিনটা পুরোপুরি ভারত নিজেদের দিকেই প্রায় নিয়ে গিয়েছিল। তবে, দিনের শেষ ভাঙে এসেই ফের দৃশ্যপটে টাইগার বোলাররা। শতকের দারপ্রান্তে থাকা পুজারাকে ফিরিয়ে তাইজুল ভাঙেন ম্যারাথন জুটি, এরপর দিনের শেষ বলে অক্ষর প্যাটেলকে ফিরিয়ে দিনটা বাংলাদেশের দিকে নিয়ে আসেন মেহেদী মিরাজ। তাতেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করার আগে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছে ভারত। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে দিনের শুরুটা ছিল টাইগার বোলারদের। ভারতের দলীয় সংগ্রহ পঞ্চাশ পার করার আগেই হারায় শুভমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট। এরপর কাউন্টার অ্যাটাক করে দ্রুতই রান তুলতে থাকেন ঋষভ পান্থ। 

ভয়ংকর হয়ে উঠা পান্থকে ১১২ রানের মাথায় ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান মিরাজ৷ ফেরার আগে অবশ্য ৪৫ বলে এই ব্যাটার খেলেন ৪৬ রানের ইনিংস। এরপর ভারতের হাল ধরেন চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ার। পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটি গড়ে ভারতকে দেখায় বড় সংগ্রহের স্বপ্ন।

টাইগার বোলারদের হতাশ করে দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। চা বিরতির পরও দু'জনই খেলছিলেন বেশ দেখেশুনে। এর মাঝেই দুজনের একাধিক সহজ ক্যাচও মিস করেন সোহান-এবাদতরা। দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই অবশ্য ভাঙে দুজনের ১৪৯ রানের এই ম্যারাথন জুটি। সেঞ্চুরির পথে থাকা পুজারা কাটা পড়েন ব্যক্তিগত ৯০ রানে। তাকে বোল্ড করেন তাইজুল ইসলাম। 

এরপর দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। তাতেই শেষ বিকেলে গিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ পর্যন্ত দিনের খেলা শেষ করার আগে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে ভারত। একাধিক জীবন পেয়ে ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৩টি উইকেট। মেহেদী হাসান মিরাজ ২টি এবং খালেদ আহমেদ ১টি উইকেট শিকার করেন।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।