ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের বিকল্প জাকির হাসান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২ ২২:২০

জাকির হাসান। ছবি সংগৃহীত জাকির হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ তামিমের অবর্তমানে বেশ কয়েকজনকে ওপেনিং পজিশনে সুযোগ দিয়েছে ম্যানেজম্যান্ট। তবে আস্থার প্রতিদান খুব ভালোভাবে দিতে পারেনি কেউই। চলমান ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মিলেনি সুফল। সবমিলে বাড়তি চিন্তার থাকতেই পারে নির্বাচকদের। 

 

ইনজুরিতে ওয়ানডে সিরিজ মিস করেছেন তামিম। খেলা হবে না প্রথম টেস্টও। এই ম্যাচের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মত ডাক পেয়েছে উইকেট রক্ষক ব্যাটার জাকির হাসান। চুলছেঁড়া বিশ্লেষণ ছাড়া চিন্তা করলে বলা যেতেই পারে তামিমের বিকল্প হিসেবেই দলে সুযোগ পেয়েছেন জাকির। 

 

তামিম ছাড়াও টেস্টে যাদের নিয়মিত ওপেনার ভাবা হতো তাদের দুজন সাদমান ইসলাম ও সাইফ হাসান। তাদেরকে বাইরে রেখে জাকিরকে সুযোগ দেওয়া কিসের ইঙ্গিত তা সহজে বুঝে নেওয়া শ্রেয়। 

 

জাকির হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘আমরা ৪ বছর ধরেই জাকির হাসানকে নার্সিং করেছি। সে আমাদের হাই পারফরমেন্স ইউনিটে ছিল। এ দলের হয়ে খেলছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছে।’

 

‘আমাদের চোখ ছিল জাকিরের ওপর। আমাদের মনে হয়েছে, সময়ের সাথে সাথে সে নিজেকে তৈরি করেছে। দিনকে দিন বিভিন্ন দলে খেলে পরিণতও হয়েছে। তার ব্যাট থেকে রান বেরিয়ে আসছে নিয়মিত। তাই আমরা মনে করি সে নিজেকে মেলে ধরতে পারবে। সে চিন্তা থেকেই আসলে জাকির হাসানকে নেয়া। আশা করছি সে আমাদের প্রত্যাশার প্রতিদান দেবে।’

জাকির হাসান ব্যাট হাতে দারুণ ছন্দেই রয়েছেন। ভারত এ দলের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছেন ১৭৩ রান। এছাড়াও জাতীয় ক্রিকেট লিগে খেলেছিলেন ২১৩ রানের অনবদ্য এক ইনিংস। বলা বাহুল্য, দলে ডাক পাওয়ার নেপথ্যে রয়েছে এই দুই ইনিংস। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।