ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে সফলতায় প্রয়োজন উন্নতির গ্রাফ উর্ধ্বমুখী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৭

মেহেদি হাসান মিরাজ। ছবি সংগৃহীত মেহেদি হাসান মিরাজ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তবে এবারেও মিলেনি সফলতা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হেরেছে সফরকারীরা। দুই ম্যাচেই স্বাগতিকদের হয়ে দূর্দান্ত ছিলেন মেহেদি হাসান মিরাজ। 

 

ক্যারিয়ারের শুরুটা বোলার হিসেবে শুরু হয়েছিল মিরাজের। সময়ের সাথে ব্যাটিংয়েও দূর্বার হয়ে উঠছেন এই তিনি। নিজের পরিবর্তন ও সফলতা পেত করণীয় কি সেসব সিরিজ নিশ্চিত শেষে জানিয়েছেন এই অলরাউন্ডার।

 

মিরাজ বলেন, 'আমার যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, তখন কিন্তু বোলার হিসেবেই হয়েছে টেস্ট থেকে। ব্যাটিং অনেক পরে করতাম। নিজেকে ওভাবেই মানসিকভাবে তৈরি করেছি যেহেতু বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়েও সুযোগ পাচ্ছিলাম না। এখন তো অনেক পরিপূর্ণ হয়েছি, অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।'

 

'মানিয়ে নিয়েছি কীভাবে খেললে ভালো হবে। কোথায় উন্নতি করতে হবে সেসব নিয়েও কাজ করেছি। সবসময় চেষ্টা করি কীভাবে নিজেকে দিন দিন উন্নতি করা যায়। শুরুর দিকে ব্যাটিং খুব খারাপ ছিল। এখন যে অনেক ভালো হয়ে গেছে এটা। কিন্তু ভালোর তো শেষ নেই। উন্নতির তো শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে আপনার ডে বাই ডে সবসময় উন্নতি করতে হবে। এছাড়া আপনি সফল হতে পারবেন না। তো নিজেকে ওভাবে মানসিকভাবে তৈরি করছি যে কীভাবে ভালো করা যায়।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।