ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ প্রথম পছন্দ, সুযোগ আসবে সৌম্য-শান্তর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪০

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক: সময়ের ব্যবধানে বিবর্ণ মুস্তাফিজুর রহমান৷ কাটার মাস্টারের কাটার যেন অকেজ বস্তু৷ প্রতিপক্ষ সাবলীলভাবেই মোকাবেলা করছে তাকে৷ কথা উঠেছে পারফরম্যান্স নিয়ে ক্রিকেট পাড়ায়৷ তবে মুস্তাফিজ এখনও প্রথম পছন্দ বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷

পাপন বলেন, ‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর পছন্দ। আমাদের ধারণা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে।’

স্লগ ওভারে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে ধারাবাহিকভাবেই৷ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেও চাহিদা মাফিক বল করতে পারেনি৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য বিশ্রামে রাখা হয়েছে এই বাঁহাতি বোলারকে৷

এদিকে বিশ্বকাপ মূল স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত থাকলেও আমিরাতের বিপক্ষে সুযোগ হয়নি ম্যাচ খেলার৷ ক্রিকেটপাড়ায় সৌম্যকে নিয়ে কথা উঠলেও তিনিও পায়নি সুযোগ৷ তবে বিশ্বকাপের আগে সুযোগ আসতে বলে ধারনা দিয়েছেন বিসিবি প্রধান৷

শান্ত-সৌম্য প্রসঙ্গে পাপন বলেন, এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয় তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এতদিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কিভাবে খেলবে। এদিকে টেস্টে অভিজ্ঞতা আছে শান্তর। এই অভিজ্ঞতার দিক থেকে কিছুটা লোড সঙ্গে রাখা হলো। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন রইল।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।