ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেছে বাছাই পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:০১

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। বাছাইপর্বের ফাইনালে আয়ার‌ল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলের। 

 

দেশে ফিরে বিশ্রামে দিন কাটানোর সুযোগ খুব একটা থাকছে না পুরো দলের হাতে। কেননা আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। সবশেষ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফলে এবারের মিশন ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব রক্ষার। 

 

এশিয়া কাপের জন্য তারকা পেসার জাহানারা আলম ও টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিঙ্কিকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এছাড়া দলে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণাও।

এশিয়া কাপে বাংলাদেশ নারী দলঃ নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

 

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।