ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নাকি বেটউইনার, সিদ্ধান্ত সাকিবের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৩:৩৫

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: সাকিব আল হাসানের বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনার নিউজের চুক্তি নিয়ে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবির কয়েকজন পরিচালকসহ ধানমন্ডিতে বেক্সিমকো কার্যালয়ে মিটিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিটিংয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সাকিবের সামনে দুটি পথ খোলা আছে। এক বাংলাদেশ, দুই বেটউইনারের চুক্তি। বাংলাদেশের হয়ে খেলতে হলে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে।


সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। চুক্তি অব্যাহত রাখলে তাকে রাখা হবে না দলে। তার চিঠির জবাব পেলেই এশিয়া কাপের দল ও অধিনায়ক ঘোষণা করবে বিসিবি।


আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটলই আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স।

কোনভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক। যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই।’


বৃহস্পতিবারের মাঝেই সাকিবের জবাব আসার কথা, জানালেন পাপন, ‘আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’

জাতীয় দলে খেলতে হলে চুক্তি ভঙ্গ করতে হবে সাকিবকে। এটা ছেড়েই আসতে হবে। পাপন বলেন, ‘কোন প্রকার সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণ ওটা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সে আমাদের স্কোয়াডে...দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ধাপ। দলের থাকারই সুযোগ নাই। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই। এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া। আর এ ব্যাপারে আমরা বেশ পরিষ্কার।’


এখন সিদ্ধান্ত সাকিবের, দেশের জন্য খেলবেন নাকি বেটিংয়ের সঙ্গে থাকবেন। পাপন বলেন, ‘এটা খুবই পরিষ্কার। ওরা বেটিং সাইটের “সারোগেট”, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওরা মূলত একটা বেটিং কোম্পানি যারা জুয়া, ক্যাসিনো, বেটিং এগুলো নিয়ে জড়িত। আপনারা বলতে পারেন এটা তো নিউজ পোর্টাল। কিন্তু বেটউইনার তো জুয়ার অংশ। আমরা বলেছি সম্পর্কই থাকতে পারবে না। সাকিব দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত। এখানে বোঝানোর কিছু নেই।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।