ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বেটউইনার চুক্তিঃ সাকিবকে বিসিবির চিঠি

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৮ আগস্ট ২০২২ ২১:১৪

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেটউইনারের সাথে চুক্তি ইতোমধ্যে আলোচনায় এসেছে নানাভাবে। এবার চুক্তি বাতিল করতে সাকিব আল হাসানকে চিঠি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা। 

 

চুক্তি প্রসঙ্গে সাকিবের দাবি, বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলে জানান তিনি।

বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানে জুয়া-সংশ্লিষ্ট বিষয়কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সাকিবের এই চুক্তি বিষয়ে ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আলাদা করে কথা বলেছেন তাঁর সঙ্গে।

 

এ মাসের মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের। দেশের ফেরার আগে বিষয়টির সমাধান করতে পারেন তিনি। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।