ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

অধিনায়ক নির্বাচন করেই এশিয়া কাপের দল দিবে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ১৯:৪৪

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা যে কয়েকটি ইস্যুতে তার একটি টি-টোয়েন্টির অধিনায়ক৷ চলতি মাসের ৮ তারিখের মধ্যে দিতে হবে এশিয়া কাপের চূড়ান্ত দল৷ দল চূড়ান্ত করে রাখলেও ঘোষণা না করার মূল কারন এখনও নির্বাচন হয়নি কে পাচ্ছেন নেতৃত্ব৷ বিসিবি প্রধান জানিয়েছেন, অধিনায়ক নির্বাচন করার পরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

গতকাল সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘দল আর অধিনায়ক একসঙ্গে দুই দিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে কে অধিনায়ক আমি জানি না। কারণ ওনারা কথা বলবেন। কথা বলে আমাকে জানাবেন এটাই কথা হয়েছে। এজন্য আগে জানতে হবে কে হতে চায়, কে হতে চায় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যত সহজ ভাবছেন তত সহজ না। কারণ চারজনের নামের মধ্যে একজন না করেছে অলরেডি।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে নেতৃত্ব নেননি লিটন কুমার দাস৷ ফলে ধরে নেওয়া যায় না করা ক্রিকেটার হলেন এই উইকেট রক্ষক ব্যাটার৷

সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেছিলেন অধিনায়কের ভাবনায় রিয়াদের নাম রয়েছে৷ এছাড়াও সাকিবের প্রসঙ্গও তিনি তুলেছেন৷ ফলে তিন জনের দুজন হতে পারেন রিয়াদ ও সাকিব৷ বাকি একজনে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান৷ কারন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন দুই ম্যাচ৷ তবে বর্তমানে ইনজুরিতে শঙ্কা রয়েছে এই উইকেট রক্ষক ব্যাটারের খেলা নিয়ে৷ সব মিলে দল ঘোষণা না করা পর্যন্ত ধোয়াশা থেকেই যাচ্ছে৷ এছাড়াও সাকিবের উপস্থিতিতে সোহান কিংবা তৃতীয় জনের প্রধান দায়িত্ব পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই৷ তবে ডেপুটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ ফলে রিয়াদ কিংবা সাকিবই হচ্ছেন অধিনায়ক তা বলা যেতেই পারেই৷


গতবার এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলেছিল, কিন্তু ট্রফি জিততে পারেনি। এবার বাংলাদেশ কত দূর যায় সেটাই দেখার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।