ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলা টাইগার্সের সঙ্গে এখনও চুক্তিই হয়নি সাকিবের

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৩:১০

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: গত বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে খবর ছড়ায় আবুধাবির টি-১০ লিগে খেলবেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের বাংলা টাইগার্স দলে খেলার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের। দলটার মালিকও বাংলাদেশি এক ব্যবসায়ী। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হবেন সাকিব, দলটার নেতৃত্বও নাকি তার হাতেই উঠবে।


কিন্তু বাস্তবতা এমন নয়। সাকিবের সঙ্গে এখনও বাংলা টাইগার্সের চুক্তিই হয়নি। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।


যোগাযোগ করা হলে দলটির কর্মকর্তা সাফির ইয়াসিন বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমাদের আলোচনা চলছে। চুক্তি হয়নি এখনও, চুক্তির কাছাকাছিই আছি। ভালো কিছুই আশা করছি।’


তবে এই টুর্নামেন্টে খেলা খুবই কঠিন সাকিবের জন্য। কারণ টি-১০ লিগ শুরু হবে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের পরপরই। বিশ্বকাপের পর একই সময়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট এবং সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে ভারতীয় দল।


বিষয়টি জানাতেই সাফির ইয়াসিন বলেন, ‘এটা সাকিব আমাদের জানাবে, তার দিকে চূড়ান্ত করে নিবে।’


উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর টি-১০ লিগের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।