ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লিজেন্ডস লিগ ক্রিকেট খেলতে মাশরাফির সবুজ সংকেত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ১৬:৪৪

মাশরাফী  বিন মর্তুজা৷ ছবি সংগৃহীত মাশরাফী বিন মর্তুজা৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দুপায়েই ইনজুরির ধকল সামাল দিয়ে বাইশ গজে লড়াই করা মানুষটির নাম মাশরাফী বিন মর্তুজা৷ গেল বছর না হলেও এবারের লিজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাশকে পাওয়ার সবুজ সংকেতের কথা জানিয়েছেন লিগের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রামান রাহেজা৷

রামান রাহেজা জানান, এবারের লিগে খেলার জন্য ইতোমধ্যে মাশরাফী-হরভজনদের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছি৷

হরভজন-মাশরাফী ছাড়াও এবারের আসরে দেখা যাবে সিমন্স ও রামদিনের৷ যুক্ত হতে পারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগানও৷ লিগের দ্বিতীয় মৌসুমে নিশ্চিতভাবেই তারা ভিন্ন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস রামানের৷

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট। এরপর ১০ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে লিজেন্ডস ক্রিকেট লিগের।

টুর্নামেন্টের প্রথম আসরে এশিয়া লায়ন্সকে ২৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।