ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন শহিদুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০৫:৩০

শহিদুল ইসলাম। ফাইল ছবি শহিদুল ইসলাম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ডোপ টেস্টে পজিটিভ হলেন বাংলাদেশ পেসার শহীদুল ইসলাম। যার কারণে, সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হলেন এই পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) । গত মার্চে শহীদুলের নেওয়া নমুনায় নিষিদ্ধ ঘোষিত দ্রব্যের উপস্থিতি পেয়েছে আইসিসি। এর ফলেই নেমে এসেছে এই নিষেধাজ্ঞা। 

আইসিসি অ্যান্টি ডোপিং আর্টিকেলের ২.১ আইন ভঙ্গ করেছেন ২৭ বছর বয়সী টাইগার পেসার। তবে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় শাস্তি কম পেয়েছেন শহিদুল। এই পেসারের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত ২৮ মে থেকে। চলবে আগামী বছরের মার্চ অব্ধি। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৮ মার্চ আবারও খেলার মাঠে ফিরতে পারবেন তিনি।

এর আগে গত ৪ মার্চ, ঢাকায় আইসিসির পক্ষ থেকে চলা অ্যান্টি ডোপিং কার্যক্রমে স্যাম্পল প্রদান করেন শহিদুল। পরীক্ষা-নীরিক্ষার পর তার শরীরে ইউরিনে ক্লোমিফেনের উপস্থিতি পাওয়া যায়। যা ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ ওষুধ। আর এই নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে, নিষেধাজ্ঞা নেমে আসে শহিদুলের উপর। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।