ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নাসুম দ্য বিউটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৮:২২

নাসুম আহমেদ৷ ছবি সংগৃহীত নাসুম আহমেদ৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ১০ ওভার বোলিং করে রান শূণ্য ওভারের সংখ্যা চার৷ এসময়ে খরচ করেছেন মাত্র ১৯ রান৷ এক ওভারে দুই উইকেট নেওয়ার পাশাপাশি মোট উইকেটের সংখ্যা তিন৷ কিপ্টে বোলিংয়ের ইকোনমি রেট ১.৯০৷ উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাসুমের এমন বোলিং ফিগার নিশ্চয়ই মুগ্ধ করবে আপনাকে৷ সাকিবের অবর্তমানে এই সিরিজে অধিনায়ক এবং ম্যানেজম্যান্টের চাওয়া পূরণে শতভাগ সফল বলা যায় এই বাঁহাতি বোলারকে৷

বাংলাদেশ ক্রিকেটের বড় আস্থা সাকিব আল হাসান একাদশে না থাকলে স্বাভাবিকভাবেই দল সাজাতে হিমশিম খেতে হয় ম্যানেজম্যান্টকে৷ একজন অতিরিক্ত বোলার কিংবা একজন অতিরিক্ত বোলার নেওয়ার প্রয়োজন হয়৷ সেই অতিরিক্ত বোলার হয়ে দলে সুযোগ পাওয়া নাসুম প্রথম দুই ম্যাচেই করলেন বাজিমাত৷ নাসুমের এমন বোলিং যতবেশি ম্যাচে স্থায়ী হবে ততই দলের জন্য মঙ্গলকর৷ বাংলার ইতিহাসে শুরুটা দূর্দান্ত করেও হারিয়ে যাওয়ার সংখ্যা মোটেও কম নয়, আবার ফিরে আসার গল্প লিখতেও জানে তাসকিন-বিজয়রা৷ নাসুম কোন পথের পথিক হবে তা ভবিষ্যতে বলবে৷ এমন সুখের দিনে সেসব আলোচনা তুলে রাখাই উত্তম৷ ভবিষ্যত নিয়ে বর্তমানে কথা না বলে বর্তমান উপভোগ করা শ্রেয়৷

প্রথম ম্যাচে উইকেট বঞ্চিত থাকলেও সুদর্শন ইকোনমি রেটের কারনে সুবিধা পেয়েছিল দল৷ জানা কথা অতিরিক্ত ডট হলে ব্যাটাররা চাপে থাকে৷ নাসুমের দেওয়া চাপ বাকিদের উপর কাটাতে উইকেট বিলিয়ে দিয়েছে ধারাবাহিকভাবে৷ দ্বিতীয় নাসুম নিজের কাজ যথাযথভাবে করেছেন সম্পর্ণ৷ দলকে এনে দিয়েছে সুখের মুহূর্ত্ব৷


বাংলাদেশের সিরিজ জয় প্রায় নিশ্চিত৷ পরের মাঠে নিজেকে রাঙালেন নাসুম৷ কুড়ি ওভারের ক্রিকেটে আলো ছড়িয়ে দিয়েছে ওয়ানডে ক্রিকেটে৷ এমন ধারাবাহিকতা চলমান থাকুক দীর্ঘসময়৷ সফলতা পরিণত হোক নিত্যদিনের সঙ্গী৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।