ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ সিরিজ: ওয়ানডেতে ছুটি চান সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ১০:২৮

সাকিবকে ছাড়াই ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ফাইল ছবি সাকিবকে ছাড়াই ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিতে চাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল ক্যারিবিয়ানে যাওয়ার আগেই গুঞ্জনটা ডালপালা গজিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট চলাকালীন অবশ্য সাকিব বলেছিলেন, দল তো ঘোষণা হয়েছে। আমার নাম তো আছে, (পাশে থাকা বিসিবির মিডিয়া ম্যানজারকে প্রশ্ন করে) আমার নাম আছে না তিন ফরম্যাটে। হাসি দিয়ে চলে যান তিনি।

পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও কয়েকবার সাকিবের ছুটির প্রশ্নে সংবাদমাধ্যমে বলেছেন, আপনারা এসব কোথায় শুনলেন। আমি তো এমন কিছু জানি না। এমন কিছু হয়নি।

অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে। অনানুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে বিসিবির কাছে ছুটি চেয়েছেন সাকিব। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি দেননি তিনি। বুধবার বিসিবির পরিচালকদের ৪র্থ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ছুটির বিষয়টা নাকি জালাল ইউনুসকেই মৌখিকভাবে বলেছেন সাকিব।

ওয়ানডে থেকে সাকিবের ছুটি প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি এটা শুনেছি যে ও (সাকিব) জালাল ভাইকে নাকি বলেছে ওয়ানডে না-ও খেলতে পারে, আগেই বলেছে। ও যেহেতু বোর্ডের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই, হয়তো আমার ধারণা আজ-কালের মধ্যে ওর সঙ্গে কথা হলে বুঝতে পারব। অফিশিয়ালি বোর্ডকে এখনও কিছু বলেনি। তবে অফিশিয়াল ধরতেও পারেন, জালাল ভাইকে নাকি মৌখিক বলেছে।’

সাকিবকে ছুটি দিতে রাজি বিসিবি। উইন্ডিজদের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজটি আইসিসি ওডিআই সুপার লিগের অংশ নয়। তাই তরুণদের পরখ করতে চান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘যেগুলো র‌্যাংকিংয়ের অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব। জানতে হবে না, ওর জায়গায় খেলোয়াড় আছে কিনা বা কারা আছে? সব কিছু চিন্তা করে আমাদের মাথায় আছে। ওদের বিরতি দরকার।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়। আগামী ১০, ১৩, ১৬ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।