ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আশা জাগাচ্ছে তাইজুলের বোলিং

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ মে ২০২২ ২২:১২

বল হাতে লড়াই করছেন তাইজুল৷ ছবি সংগৃহীত বল হাতে লড়াই করছেন তাইজুল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশের বোলারদের আক্রমণ করেছিলেন কুশল মেন্ডিস। কিছুটা সফলতাও তিনি পেয়েছেন দ্রুত রান তুলে। তবে উইকেটে স্থায়ী হতে পারেননি কুশল। কারণ দ্বিতীয় ঘন্টায় বল হাতে বাংলাদেশের হয়ে পাল্টা জবাব দেয়া শুরু করেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণি জাদুই এখন বাংলাদেশকে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে, আশা জাগাচ্ছে।


বৃহস্পতিবার লাঞ্চে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। দিমুথ করুনারত্নে ৪৩, ধনঞ্জয়া ডি সিলভা ১২ রানে ব্যাট করছেন। ৬০ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা।


গতকাল ওশাদা ফার্নান্দোকে রানআউট করেছিলেন তাইজুল। পরে এম্বুলদেনিয়াকেও বোল্ড করেন তিনি। আজ সকালেও তিনিই ব্রেক থ্রু এনে দিয়েছেন বাংলাদেশকে।


দুর্দান্ত এক বলে বোল্ড করেছেন কুশলকে। যার ব্যাটেই লিড পেয়েছিল শ্রীলঙ্কা। খালেদ, নাঈমকে আক্রমণ করেছেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৪৮ রান করেছেন, যেখানে ছিল ৮টি চার ও ১টি ছয়।


পরে ম্যাথুসকে (০) কট এন্ড বোল্ড করেন তাইজুল। ১১০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এখন ম্যাচ বাঁচানোই শ্রীলঙ্কার জন্য বড় কাজ। দ্রুত রান তোলার চিন্তা বাদ দিয়ে সময় কাটানোর পথেই হেঁটেছেন করুনারত্নে ও ধনঞ্জয়া। ১৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।


বাংলাদেশের হয়ে তাইজুল ৩৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় সেশনে তার পাশাপাশি অন্য বোলাররা জ্বলে উঠতে পারলে জয়ের সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের।

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।