ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রত্যাবর্তন রাঙিয়ে রফিক-সাকিবের পাশে নাঈম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০১:৪৯

নাঈম হাসান৷ ছবি সংগৃহীত নাঈম হাসান৷ ছবি সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় দেড় বছর আগে৷ মিরাজের ইনজুরি ভাগ্য বদল করে দিয়েছে নাঈম হাসানের৷ শ্রীলংকার বিপক্ষে টেস্ট একাদশে সুযোগ পেয়েই গড়লেন রেকর্ড৷ যে রেকর্ড শুধু রয়েছে মোহাম্মদ রফিক, শাহাদাত হোসেন, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের৷

২০০১ সাল থেকে সাদা পোষাকে লঙ্কানদের বিপক্ষে লড়াই করে ম্যাচ জয়ে যেমন সফলতার হার খুবই সামান্য তেমনি বল হাতেও সফল হয়েছে খুব কম বোলার৷ ক্রিকেটে ৫ উইকেট পাওয়া মানেই আলাদা আনন্দ ৷ টেস্ট ক্রিকেটে আনন্দ আরও বেশি৷ শ্রীলংকার বিপক্ষে উল্লেখিত চার ক্রিকেটারের ঝুলিতে ছিল এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড৷ এবার সেই তালিকায় পঞ্চম বাংলাদেশী হিসেবে যোগ হলেন নাইম হাসান৷

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দুই উইকেট তুলে নেন নাঈম হাসান৷ ম্যাচের দ্বিতীয় দিনে আরও তুলে নেন ৩ উইকেট৷ ক্যারিয়ারে ৩য় বারের মত হলেও শ্রীলংকার বিপক্ষে প্রথমবার এমন কীর্তী এই ডানহাতি অফ স্পিনারের৷

পাঁচ বাংলাদেশী বোলারের মধ্যে দুইবার পাঁচ উইকেট রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের৷ এই দলের বিপক্ষে উইকেট নেওয়ার তালিকায় সবার উপরেও রয়েছেন সাকিব৷

পেসারদের মধ্যে ২৪ উইকেট নিয়ে এক নম্বরে রয়েছেন শাহাদাত হোসেন৷ যিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৩৷ এরপর ৯ বছর কেটে গলেও কোন পেসার যেমন পারেনি রেকর্ড ভাঙতে তেমনি পারেনি ৫ উইকেট নিতেও৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।