ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইন করতে হবে না লঙ্কানদের

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০৫:০৩

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনাকালে প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই সফরকারী ও স্বাগতিক দলকে কোয়ারেন্টাইনে থাকার বাধ্যকতা ছিল। 

তবে এবার বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে না শ্রীলঙ্কান ক্রিকেটারদের। ঢাকায় এসে অবশ্য করোনা পরীক্ষা হবে সফরকারীদের। করোনার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই অনুশীলনে নেমে যাবেন লঙ্কানরা।

করোনার প্রকোপ কমে আসায় সারা পৃথিবীতেই জীবন যাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। বিসিবিও তাই কোয়ারেন্টাইনের নিয়ম থেকে সরে আসছে। কোয়ারেন্টাইনের নীতিমালা শিথিল করলেও সিরিজ চলাকালীন দুই দলকে সুরক্ষা বলয়ে থাকতে হবে। তবে সেখানে নিয়মের কড়াকাড়ি আগের মতো থাকবে না।

বিসিবির মেডিক্যাল বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। এক কর্মকর্তা বলেছেন, ‘করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এই সিরিজ থেকেই কোয়ারেন্টাইন আর থাকছে না। তবে শ্রীলঙ্কা দল আসার পর তাদের সবার করোনা পরীক্ষা করা হবে। পরদিন থেকেই তারা অনুশীলন করবে।’

চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। ঢাকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ মে। টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের (১১-১২ মে) প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।