ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুবেলের মৃত্যুতে মাশরাফি-সাকিবদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ১৩:৫৪

শেরে বাংলায় অনুষ্ঠিত হয় রুবেলের জানাজা। ছবি: ফেসবুক শেরে বাংলায় অনুষ্ঠিত হয় রুবেলের জানাজা। ছবি: ফেসবুক

স্পেশাল করেসপন্ডেন্ট: মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে মোশাররফ হোসেন রুবেলের লড়াই শুরু হয়েছিল ২০১৯ সালে। তিন বছরের দীর্ঘ এক লড়াইয়ের অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে পরপারে পাড়ি জমিয়েছেন সাবেক এ বাঁহাতি অলরাউন্ডার। প্রিয় সতীর্থ রুবেলের মৃত্যুতে ক্রিকেটারদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে শোক প্রকাশ করেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ সর্বস্তরের ক্রিকোটররা। মঙ্গলবার রাতে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত রুবেলের নামাজের জানাজায় ছিলেন মাশরাফি, ইমরুল কায়েস, মিরাজরা।

ফেসবুকের পাতায় মাশরাফি লিখেছেন, ভালো থাকিস, বন্ধু....। 

সাকিব আল হাসান লিখেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

মুশফিক ফেসবুকে লিখেন, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবরটা শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটে এটা একটি দুঃখের দিন। সবাই তার জন্য দোয়া করে যাব ইনশা আল্লাহ।’

মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। খবরটা শুনে আমি খুবই মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

মুমিনুল লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রুবেল ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘সাবেক বাঁহাতি অফস্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ না ফেরার দেশে পাড়ি জামিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন!’

এবাদত হোসেন লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার মোশারফ রুবেল ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি, আল্লাহ যেন রমজান মাসের উসিলায় উনাকে জান্নাত দান করেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।