৪ বছর পর সৌম্যর ব্যাটে সেঞ্চুরি
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০১:০৩

নট আউট ডেস্কঃ 'সে তো রান করছে না। তার রান করা দরকার। আমরা সবাই জানি সে কতটা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রমাণ সে দিয়েছে। কেউই নজরের বাইরে না। আমরা প্রতিটি খেলোয়াড়ের গতিবিধি নজর রাখি। সে যদি রান করা শুরু করে, তবে বাংলাদেশের আর সবার মতই তারও সুযোগ থাকবে’- ইংল্যান্ডের মাটিতে সৌম্য সরকার প্রসঙ্গে এমনটিই বলেছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুর কোচিংয়ে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখিয়েছিলেন সৌম্য সরকার। সময়ের ব্যবধানে জাতীয় দল ও ঘরোয়া লিগে হারিয়েছেন নিজের জায়গা। অনুশীলনে ঘাটতি না রাখা সৌম্য পেলেন এবার শতকের দেখা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১৯ সালের পর যা প্রথমবার।
শনিবার (১৩মে) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শতক করেছেন সৌম্য। ১১১ বলে ৭টি চার এবং ৪টি ছক্কায় ১০২ রানের ইনিংসে চার বছরের খরা কাটালেন এই ব্যাটার। ডিপিএলে সৌম্যর শতকের দিনে জয় পেয়েছে তার দল মোহামেডান।
-নট আউট/এমআরএস
মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন
নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের
আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর
সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...
আপনার মূল্যবান মতামত দিন: