ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে সাকিবের আগুণে ব্যাটিং

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৭:১৮

বিধ্বংসী ব্যাটিংয়ে রূপগঞ্জকে জেতালেন সাকিব। ছবি: ওয়ালটন বিধ্বংসী ব্যাটিংয়ে রূপগঞ্জকে জেতালেন সাকিব। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাকিব আল হাসানের আতুঁড় ঘর। সাভারের বিকেএসপি থেকে আজ ক্রিকেট বিশ্বের মানচিত্রে বড় তারকা সাকিব। মঙ্গলবার সেখানে ব্যাট হাতে ঝড় তুললেন বাঁহাতি অলরাউন্ডার। আগুণে ব্যাটিং বিনোদন দিলেন দর্শকদের।

পরে ফিল্ডিংয়ের সময় এক ভক্ত তো কাঁটা তার টপকে এসে সেলফিও নিলেন সাকিবের সঙ্গে। আবার নিরাপত্তা কর্মীরা আসার আগেই টপকে ওপাড়ে চলে গেলেন।

টপ অর্ডারে সাব্বির রহমান, নাঈম ইসলামদের দুর্দান্ত ব্যাটিই ভিত গড়ে দিয়েছিল সাকিবকে। উইকেটে এসে তাই রুদ্রমূর্তি ধারণ করেন। ২৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন সাকিব। মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। 

তিন বলের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা গড়তে পারেননি সাকিব। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দ্রুততম হাফ সেঞ্চুরিটা ফরহাদ রেজার। ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে মিরপুরে শেখ জামালের বিরুদ্ধে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০ বলে ৫৬ রানের (৬ চার, ৩ ছয়) ইনিংস খেলেছেন ফরহাদ রাজা।

দ্বিতীয় স্থানে নাজমুল হোসেন মিলনের ১৯ বলে হাফ সেঞ্চুরি। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডে ফরম্যাটে ধানমন্ডি মাঠে ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে ২০ বলে অপরাজিত ৫৬ রান করেছিলেন নাজমুল মিলন। 

সাকিব ঝড়ের দিনে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৬ রানে হারিয়েছে মাশরাফির দল। আগে ব্যাট করে রুপগঞ্জ ৯ উইকেটে ২৯৩ রান তুলেছিল। ইরফান শুক্কুর ২৯, রকিবুল ৪৭, সাব্বির ৯০, নাঈম ইসলাম ৪২ রান করেন। জবাবে ২৯.২ ওভারে ৯৭ রানে অলআউট হয় গাজী ক্রিকেটার্স। চিরাগ জানি ১৫ রানে ৫টি উইকেট নেন। সাব্বির ম্যাচ সেরার পুরস্কার পান।

অপর ম্যাচে প্রাইম ব্যাংক ১০ উইকেটে পরাজিত করে রুপগঞ্জ টাইগার্সকে। রুপগঞ্জ আগে ব্যাট করে ২২৯ রানে অলআউট হয়। জবাবে তামিম-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে ২৬.৪ ওভারে ২৩৪ রান তুলে জয় পায় প্রাইম ব্যাংক। তামিম অপরাজিত ১০৯, বিজয় অপরাজিত ১১২ রান করেন। বিজয় ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...