সাকিব-তামিমের নৈপুণ্যে দাপুটে জয় বাংলাদেশের
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ০২:০৮

নট আউট ডেস্কঃ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় তিনশো পার করেও হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল। ওমানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়টা এসেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
টস জিতে এদিন ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে রাকিবুল হাসান, মাহমুদুল হাসান জয়দের স্পিনে ৪৬ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় ওমান। জবাব দিতে নেমে ওপেনার তানজিদ তামিমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ সেই লক্ষ্য টপকে যায় মাত্র ৯৯ বলে।
১২৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম বাংলাদেশকে এনে দেন উড়ন্ত সূচনা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন তামিম, এদিন যেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন। শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে রান তুলে বাংলাদেশের জয়টা সহজ করে দেন এই ওপেনার।
উদ্বোধনী জুটিতে তাকে দারুণ সঙ্গ দেন নাঈম শেখ। আগের ম্যাচে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম এদিনও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তাতেই উদ্বোধনী জুটিতে বাংলাদেশ পেরোত একশ রানের গণ্ডি। ১১ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৬৮ রানে তামিম ফিরলে ভাঙে নাঈম শেখের সঙ্গে ১০৯ রানের উদ্বোধনী জোট।
এক বলের ব্যবধানে সাজঘরে ফিরেন টাইগার কাপ্তান সাইফ হাসান। এই দু'জনকেই ফেরান আকিব ইলিয়াস। এরপর জাকির হাসানকে নিয়ে বাকি কাজটা সারেন ওপেনার নাঈম শেখ। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল। ৭ চারে ৪৭ রানে অপরাজিত থাকেন নাঈম শেখ।
এর আগে ব্যাট করে টাইগার বোলারদের তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় ওমান ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আয়ান খান। এছাড়া শুভ্র পাল ২৫ ও শোয়াব খান করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে ১৮ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। রাকিবুল ও মাহমুদুল জয় নেন ২ উইকেট করে।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: