ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ে ফিরল চেন্নাই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪ ২৩:৩৬

দারুণ বোলিং মুস্তাফিজুর রহমানের। ছবি: আইপিএল দারুণ বোলিং মুস্তাফিজুর রহমানের। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ দুই জয়ে আসর শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস হেরেছিল নিজেদের পরের দুই ম্যাচেই। জয়ে ফিরতে তাই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণই। ছুটি কাটিয়ে এদিন চেন্নাইয়ের একাদশেও ফিরেছিলেন টাইগার তারকা মুস্তাফিজুর রহমান। বল হাতে মুস্তাফিজ এদিনও দিয়েছেন আস্থার প্রতিদান। তাতেই কলকাতাকে হারিয়ে ফের জয়ের দেখা পেয়েছে চেন্নাই।

এদিন আগে ব্যাট করে জাদেজা-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ওয়ানডে মেজাজে রান তোলা কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন সর্বোচ্চ ৩৪ রান। এছাড়া ইনফর্ম সুনীল নারিন করেন ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে কলকাতা পেয়েছিল ১৩৭ রানের মাঝারি সংগ্রহ। দারুণ বোলিংয়ে চেন্নাইয়ের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিপ্টে বোলিংয়ে মাত্র ২২ রান খরচায় আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ শিকার করেন ২ উইকেট। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রাচীন রবীন্দ্রর উইকেট হারায় চেন্নাই। এরপর ড্যারিল মিচেল ও রুতুরাজ গাইকোয়াদের ব্যাটে এগুতে থাকে স্বাগতিকরা৷ দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। মিচেলের বিদায়ে ভাঙে এই জুটি। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরির দেখা পান রুতুরাজ। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়ের।

তৃতীয় উইকেট জুটিতে রুতুরাজ ও শিভাম দুবে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। দলের জয়ের খুব কাছে গিয়েই ছোট একটা ক্যামিওতে ২৮ রানে থামেন দুবে। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় চেন্নাই। দায়িত্বশীল ইনিংস খেলে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদ অপরাজিত থাকেন ৬৭ রানে। 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...