ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নাটকীয় ম্যাচে পাঞ্জাবের নায়ক শশাঙ্ক সিং

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪ ০০:০০

দারুণ জয় পাঞ্জাবের। ছবি: আইপিএল দারুণ জয় পাঞ্জাবের। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ জয়ের জন্য শেষ ওভারে পাঞ্জাব কিংসকে মেলাতে হতো ৭ রানের সমীকরণ। ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেন পাঞ্জাবের সেট ব্যাটার আশুতোষ শর্মা। তাতেই সমীকরণটা চলে আসে ৫ বলে ৭ রানে। টান টান উত্তেজনার ম্যাচে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই গুজরাটকে হারায় পাঞ্জাব। এমন একজনের ব্যাটে পাঞ্জাব পেয়েছেন দারুণ এক জয়, যাকে নিয়ে নিলামের সময় হয়েছিল বিতর্ক, তিনিই আজকে পাঞ্জাবের ত্রাণকর্তা হয়ে দাঁড়ালেন ২৯ বলে অপরাজিত ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে, নামটা শশাঙ্ক সিং।

ঘরের মাঠে এদিন আগে ব্যাট করে অধিনায়ক শুভমান গিলের ব্যাটে চড়ে ১৯৯ রানের পাহাড় গড়েছিল গুজরাট টাইটান্স। শতক মিস করলেও ৮৯ রানে অপরাজিত ছিলেন গুজরাটের অধিনায়ক। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। এক পর্যায়ে ম্যাচটা হেলে পড়ে গুজরাটের দিকে। তবে, সপ্তম উইকেটে শশাঙ্ক সিং জুটি গড়েন আশুতোষ শর্মাকে নিয়ে।

এই দু'জনের ব্যাটে জমে উঠে ম্যাচ। আশুতোষ শেষ ওভারে ১৭ বলে ৩১ রান করেই ফিরেন সাজঘরে। অন্যপ্রান্তে শশাঙ্ক সিং ৬ চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে নাটকীয় জয় উপহার দিয়েছেন পাঞ্জাবকে। ফলে চার ম্যাচ খেলে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে গুজরাটের এটি দ্বিতীয় হার।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...