ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তৃতীয় হারের স্বাদ পেয়েছে ব্যাঙ্গালুরু, দারুণ জয় লক্ষ্ণৌর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪ ২৩:৪৯

মায়াঙ্কের আগুনে বোলিংয়ে পুড়ল ব্যাঙ্গালুরু। ছবি: আইপিএল মায়াঙ্কের আগুনে বোলিংয়ে পুড়ল ব্যাঙ্গালুরু। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এবার ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছেও হেরেছে কোহলিরা। ফলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ চার ম্যাচ খেলে তৃতীয় হারের স্বাদ পেয়েছে দলটি। এদিকে হার দিয়ে আসর শুরু করা লক্ষ্ণৌ পেয়েছে টানা দ্বিতীয় জয়।

এদিন আগে ব্যাট করে কুইন্টন ডি কক ও নিকোলাস পুরান ঝড়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ দিকে লমরোরের ঝড়ো ইনিংস কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ১৫৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ২৮ রানের দারুণ এক জয়ে টেবিলের তিনে উঠে এসেছে লোকেশ রাহুলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...