ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি হাঁকিয়ে দামি গাড়ি উপহার পেলেন বাবর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৭

পিএসএলে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন বাবর। ছবি: এক্স পিএসএলে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন বাবর। ছবি: এক্স

নট আউট ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গত রাতে দুর্দান্ত এল সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক তারকা বাবর আজম। টান টান উত্তেজনার ম্যাচে তার দল পেশোয়ার জালমিও পেয়েছে নাটকীয় এক জয়। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পরই এবার দামি উপহারই পেতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের সম্রাট। 

পেশোয়ার জালমির অধিনায়ককে দারুণ এই সেঞ্চুরির স্বীকৃতি হিসেবে দামি একটি গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি। পেশোয়ার জালমির কর্ণধার নিজেই সেটি নিশ্চিত করেছেন। বাবরকে বিখ্যাত মরিস গ্যারেজ (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়েছেন আফ্রিদি।

নিজের ব্যক্তিগত টুইটার (বর্তমানে এক্স) একাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবরকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা জানিয়ে আফ্রিদি লেখেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। পাকিস্তানে তৈরি হওয়া এমজি অ্যাসেঞ্জ প্রথম ব্যক্তি হিসেবে চালাবেন তিনি।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ৬৩ বলের এই ইনিংসটিতে বাবর হাঁকান ১৪টি চার ও ২টি। তাতেই আগে ব্যাট করে পেশোয়ার ৫ উইকেটে ২০১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। এরপর শেষ দিকে বোলারদের নৈপুণ্যে ম্যাচটি ইসলামাবাদের বিপক্ষে ৮ রানে জিতে নেয় পেশোয়ার।

উল্লেখ্য, বাবর আজমকে উপহার দেওয়া এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের গাড়িটি পাকিস্তানেই তৈরি। যার দাম ৮০ লাখ ৯৯ হাজার পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৩১ লাখ ৮২ হাজার টাকা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...