ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রামের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১০

ব্যাটিংয়ে চট্টগ্রাম। ছবি: বিসিবি ব্যাটিংয়ে চট্টগ্রাম। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে দুর্দান্ত ঢাকা। নিয়মরক্ষার ম্যাচে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে নামছে দলটি। অন্য দিকে প্লে-অফের রেসে থাকতে অনেকটা বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাগরিকায় টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিক অধিনায়ক শুভাগত হোমের। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

চলতি বিপিএলে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অর্জন দশ পয়েন্ট। শেষ চার নিশ্চিত করতে বাকি দুই ম্যাচ জিততেই হবে দলটিকে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। অন্য দিকে আসরের শেষ ম্যাচ খেলতে নামা দুর্দান্ত ঢাকা ১১ ম্যাচ খেলে হেরেছে রেকর্ড দশ ম্যাচেই।

আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুর্দান্ত ঢাকা। অভিষেক হচ্ছে পেসার এনামুল হকের। এছাড়া একাদশে ফিরেছেন সাব্বির হোসেন। অন্য দিকে চট্টগ্রামের একাদশে জিয়াউর রহমানের বদলি শাহাদাত দিপু।

দুর্দান্ত ঢাকা একাদশ:মোহাম্মদ নাঈম শেখ, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর , চতুরাঙ্গা ডি সিলভা, অ্যাডাম ম্যাথু রসিংটন, এনামুল হক,  তাসকিন আহমেদ (অধিনায়ক) ও শরিফুল ইসলাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জস ব্রাউন, তানজিদ হাসান, টম ব্রুস, শুভাগ হোম (অধিনায়ক), সৈকত আলি, শাহাদাত দিপু, রোমারিও শেইফার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, সালাউদ্দিন শাকিল ও বিলাল খান।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...