ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল চট্টগ্রাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩

ব্যাটিংয়ে কুমিল্লা। ছবি: বিসিবি ব্যাটিংয়ে কুমিল্লা। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ দুইদিনের বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দশম আসর। ঢাকা পর্ব শেষ বিপিএল এখন চট্টগ্রামের। আজ (১৩ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে বন্দর নগরীর দলটি জয় তুলে নেয় পাঁচ ম্যাচে। দশ পয়েন্ট নিয়ে শুভাগত হোমের দল অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিনে৷ এদিকে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও দশ। তবে, নেট রান রেটে চট্টগ্রামকে পেছনে ফেলে দুইয়ে অবস্থান করছে লিটন দাসের দল। প্লে-অফের দৌড়ে থাকা দু'দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিক অধিনায়কের। আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। অর্থাৎ টস হারা কুমিল্লা আগে করবে ব্যাট।

দুই দলের একাদশে এদিন এসেছে একাধিক পরিবর্তন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে ফিরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া এবারের বিপিএলে প্রথমবার কুমিল্লার জার্সিতে নামছেন ইংলিশ তারকা মঈন আলি ও রিশাদ হোসেন। বাদ পড়েছেন ইমরুল কায়েস। অন্য দিকে চট্টগ্রামের একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম। বাদ পড়েছেন সালাউদ্দিন শাকিল। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলি, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...