ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় রংপুরের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৮

পাত্তা পেল না ঢাকা। ছবি: ফেসবুক পাত্তা পেল না ঢাকা। ছবি: ফেসবুক

নট আউট ডেস্কঃ চোখের সমস্যার কারণে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর কয়েক ম্যাচে ব্যাট হাতে মোটেও ছন্দে ছিলেন না টাইগার তারকা সাকিব আল হাসান। অবশেষে, বিপিএলের ২১তম ম্যাচে এসে হেসেছে সাকিবের ব্যাট৷ তাতেই টেবিলের তলানিতে থাকা ঢাকাকে ৬০ রানে হারিয়ে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল রংপুর রাইডার্স।

মিরপুরে এদিন রংপুরের দেওয়ার ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুর্দান্ত ঢাকা। রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা৷ বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই হাল ধরেন মোহাম্মদ নাইম। ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে, দলীয় ৮০ পার করার আগেই ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় ঢাকা।

শেষ দিকে ইরফান শুক্কুরের ২১ ও তাসকিনের ১৫ রান কমিয়েছে হারের ব্যবধান। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকা। ফলে, ৬০ রানের দাপুটে জয় পায় রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে সাকিব আল হাসান নেন ৩ উইকেট। এছাড়া শেখ মেহেদী ও হাসান মাহমুদ নেন ২ উইকেট করে।

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ৫ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন বাবর আজম। এছাড়া ৬ চার ও ১ ছক্কায় রনি তালুকদার করেন ৩৯ রান। ১ চার ও ৩ ছক্কায় সাকিবের ব্যাট থেকে আসে ৩৪ রান। শেষ দিকে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবি।  ঢাকার পক্ষে মোসাদ্দেক নেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...