ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাকিব নয় রংপুরের নেতা সোহান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪ ২১:৩৭

সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। ছবি: রংপুর রাইডার্স সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। ছবি: রংপুর রাইডার্স

নট আউট ডেস্কঃ বাংলাদেশ দলের বর্তমানে তিন ফরম্যাটেই অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই সাকিবকে দেখা যায় অধিনায়কের ভূমিকায়। এবারের আসরে সাকিব মাঠ মাতাবেন রংপুর রাইডার্সের জার্সিতে। তবে, এবারের আসরে সাকিব নয় রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। 

সোহানকে অধিনায়ক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। মূলত, নির্ভার হয়েই বিপিএল মাতাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। ফ্র‍্যাঞ্চাইজিটিও তাই সাকিবকে নেতৃত্বের চাপটা দিতে চান না। 

এই প্রসঙ্গে ইশতিয়াক বলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। কিন্তু সাকিব নেতৃত্বের চাপ নিতে চায় না। বিষয়টি তিনি আমাদের জানিয়েছেন। এজন্য আমরা সোহানকে অধিনায়ক ঘোষণা করেছি।’

উল্লেখ্য, চোখের ডাক্তার দেখাতে এই মূহুর্তে লন্ডনে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠা বিপিএলের দ্বিতীয় দিন অর্থাৎ ২০ জানুয়ারি মাঠে নামবে রংপুর রাইডার্স। শঙ্কা থাকলেও প্রথম ম্যাচ থেকেই সাকিবকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...