ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্ডারডগ’ দল নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত সুজনের ঢাকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ২১:১৫

তাসকিন আহমেদ ও খালেদ মাহমুদ সুজন। ছবি: দুর্দান্ত ঢাকা তাসকিন আহমেদ ও খালেদ মাহমুদ সুজন। ছবি: দুর্দান্ত ঢাকা

নট আউট ডেস্কঃ দেশের ঘরোয়া টুর্নামেন্ট সেটা হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বরাবরই খালেদ মাহমুদ সুজন পেয়েছিলেন সেরা দলটাই। দুয়ারে কড়া নাড়া বিপিএলের এবারের আসরেও কোচিংয়ে দেখা যাবে দেশের ক্রিকেটের নিবেদিত এই প্রাণকে। বিপিএলে দুর্দান্ত ঢাকার হেড কোচের ভূমিকায় থাকবেন সুজন। যদিও কাগজে-কলমে এবারের বিপিএলে সবচেয়ে দুর্বল দলটাই খালেদ মাহমুদ সুজনের দুর্দান্ত ঢাকা।

কেননা, নামে দুর্দান্ত হলেও দলটিতে নেই বড় তারকার ছড়াছড়ি। দলের শক্তিমত্তা বলতে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামই। দলে নেই বিদেশি ক্রিকেটারদের আধিক্যও। শক্তিমত্তায় অন্যদের চাইতে তাই ঢের পিছিয়ে দুর্দান্ত ঢাকা। আন্ডারডগ তকমা গায়ে মেখেই তাই বাজিমাত করতে চায় সুজনের ঢাকা।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন সেরেছে দুর্দান্ত ঢাকা। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছেন, ‘অবশ্যই, আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ (আন্ডারডগ দল নিয়ে বাজিমাত করা)। সবাই আমাদের কাগজে কলমে যদি বলে তাহলে ছয়-সাত নম্বর দলই বলবে। সেই হিসেবে আমি কোন মনে কিছু নেই না। কারণ ছয়-সাত নম্বর দল হিসেবে আমাদের হারানোর কিছু থাকবে না। আমরা যেটাই করব সেটাই পাওয়া হবে। এমন না যে সামর্থ্য নাই। সামর্থ্য ঠিকই আছে হয়ত বড় নাম নেই। কাগজে কলমে বিশ্বাস করি না।  কাগজে কলমে হয়তবা আন্তর্জাতিক মানের বড় খেলোয়াড় নিতে পারিনি। বাজেট হয়ত এত বেশি না। এতে আমি বিচলত নই। কারণ সংক্ষিপ্ত সংস্করণের খেলায় যেকোনো কিছু হতে পারে। তিন-চার জন ভালো পারফরম্যান্স করলেই হবে।'

দলের প্রাণভোমরা তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম স্বপ্ন দেখাচ্ছে সুজনকে। এই দু'জনের সেরা ছন্দের দিকেই তাই মুখিয়ে ঢাকার কোচ। তিনি আরও বলেছেন, 'দেশ সেরা দুটো পেসার আমার দলে, এটা আমার জন্য বড় শান্তির ব্যাপার। তাসকিন-শরিফুল যদি তাদের সেরা ফর্মে থাকে যেকোনো দলের জন্য কঠিন। স্পিনারও ভালো আছে। আরাফাত সানি অনেক দিন যাবত ভালো খেলছে। চতুরঙ্গা ডি সিলভা আসবে, ওর ঢাকার মাঠে অভিজ্ঞতা আছে অনেক। ব্যাটিংয়ে নাঈম শেখ কিংবা সাইফ বা বিদেশ থেকে যে গুনথিলেকা, ডিকভেলা যারাই আসবে, সাইম আইয়ুবও দুই ম্যাচ পরে চলে আসবে। ব্যাটিং এত খারাপ লাগবে না দেখতে যতটা এখন মনে হচ্ছে। মুখে বললে হবে না মাঠে প্রয়োগ করতে হবে।'

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...