ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা-কুমিল্লার লড়াইয়ে শুরু হবে বিপিএল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ২১:১২

পর্দা উঠবে বিপিএলের। ছবি: বিপিএল পর্দা উঠবে বিপিএলের। ছবি: বিপিএল

নট আউট ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেটা চূড়ান্ত হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো বিপিএলের সেই দিনক্ষণও। সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। 

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আজ (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে স্বাগতিক দুরন্ত ঢাকার। প্রায় দেড় মাস চলা বিপিএলের পর্দা নামবে আগামী ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। 

সাত দলের বিপিএলে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। রাজধানী ঢাকা ছাড়াও বন্দর নগরী চট্টগ্রাম ও পূর্ণ ভূমি সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল। রাউন্ড রবিন লিগে রিজার্ভ ডে রাখা না হলেও থাকবে নক আউট পর্বে। ছুটির দিনে (শুক্রবার) দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা দেড়টায়। অন্য ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এছাড়া বাকি দিনগুলোয় ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। 

১৯ জানুয়ারি শুরু হওয়া ঢাকা পর্ব চলবে ৪দিনব্যাপী। এরপর দুই দিনের বিরতি দিয়ে বিপিএল ফিরবে সিলেটে। ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্ব, যা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ২ দিনের বিরতি দিয়ে বিপিএল ফের ফিরে আসবে ঢাকায়। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া ঢাকা পর্ব, শেষ হবে ১০ ফেব্রুয়ারি।

ঢাকা পর্ব শেষে বিপিএল পাড়ি জমাবে বন্দর নগরী চট্টগ্রামে। ২ দিন বিরতি দিয়ে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দুই দিনের বিরতি দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলের শেষ পর্ব। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে শেষ পর্ব। সেখানে বিপিএলের নক আউটের ম্যাচ ছাড়াও, আগামী ১ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

 

-নট আউট/টিএ

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...