ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভারত সিরিজ শেষেই সিপিএল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ১৭:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী জুলাইয়ে উইন্ডিজ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ এই সিরিজ শুরু হতে পারে ১২ জুলাই। সম্ভাব্য এই তারিখেই শুরু হলে সিরিজটি শেষ হবে ১৩ আগস্ট। সিরিজ শেষের তিন দিন পরেই মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। খবর ক্রিকবাজের। 

সেন্ট লুসিয়াতে শুরু হওয়া সিপিএলের পর্দা নামবে গায়ানায়। ১৬-২০ আগস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে ৬ ম্যাচ। যেখানে চারটি ম্যাচ খেলবে স্বাগতিক সেন্ট লুসিয়া কিংস। এরপর ৬ ম্যাচের জন্য টুর্নামেন্ট স্থানান্তর করা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ২৩ আগষ্ট শুরু হওয়া পর্বটি শেষ হবে ২৭ তারিখে।


যেখানে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পরবর্তী লেগ হবে বার্বাডোসে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্বাডোসে হবে সিপিএল। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া লেগটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। অন্যান্য স্বাগতিক দলের মতো বার্বাডোস রয়্যালসও ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে।

একইভাবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও হবে ছয় ম্যাচ। ৫-১০ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। ত্রিনবাগো নাইট রাইডার্স খেলবে চারটি ম্যাচ। ১৩-২৪ সেপ্টেম্বর গায়ানা পর্ব দিয়ে শেষ হবে সিপিএলের এবারের আসর। যেটি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ঘরের মাঠ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...