ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বল হাতে খরুচে মুস্তাফিজ, তীরে এসে ডুবল দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৫:৪১

রোহিত শর্মাকে ফেরান মুস্তাফিজ। ছবি: আইপিএল রোহিত শর্মাকে ফেরান মুস্তাফিজ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল টেবিলের দুই তলানির দল দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসরে আগের তিন ম্যাচের সবকটিতেই হেরেছে দিল্লি, অন্য দিকে মুম্বাইও প্রথম দুই ম্যাচেই হেরে শুরু করেছে আসর। প্রথম জয়ের লক্ষ্য ঘরের মাঠে খেলতে নামা দিল্লির একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন টাইগার তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে, ফিজের ফেরার দিনেও ভাগ্য সহায় হয়নি দিল্লির। রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে, সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ৫১ রান৷ জবাব দিতে নেমে মুম্বাইয়ের জয়ের কাজটা সহজ করে দেন রোহিত শর্মা ও তিলক ভার্মা। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত শর্মা ফিরেন মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে। শেষ দিকে মুস্তাফিজের খরুচে বোলিংয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দিল্লি ক্যাপিটালস। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে গিয়ে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লির পক্ষে ৪ ওভার বল করে ১ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান খরচ করেছেন ৩৮ রান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...