ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাটলারের শতক মিসের আক্ষেপ, হারের ‘হ্যাটট্রিক’ পূর্ণ দিল্লির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ০১:৫৭

বড় হার সঙ্গী দিল্লির। ছবি: আইপিএল বড় হার সঙ্গী দিল্লির। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ জোড়া হারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। দুই ম্যাচেই দিল্লির একাদশে ছিলেন না টাইগার তারকা মুস্তাফিজুর রহমান। শনিবার দিনের প্রথম খেলায় এদিন রাজস্থানের মুখোমুখি হয়েছিল দিল্লি। যথারীতি এদিনও দিল্লির একাদশে উপেক্ষিত থাকেন ফিজ। রাজস্থানের কাছেও দিল্লির হারটা ৫৭ রানের বড় ব্যবধানে।

গুয়াহাটিতে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে রাজস্থান রয্যালস। দলের পক্ষে অধিনায়ক জস বাটলার একাই করেন ৭৯ রান। এছাড়া ওপেনার জসওয়ালের ব্যাট থেকে আসে ৬০ রান।

জবাব দিতে নেমে রাজস্থানের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে হারের ব্যবধানটা খানিকটা কমিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ৫৭ রানের বড় হারে টানা তৃতীয় ম্যাচ হারলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...