ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে কুমিল্লার সাতে 'সাত’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৮

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছবি: বিসিবি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ টানা ‘হেক্সা’ ছয়ে শেষ চারের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে আসর থেকে আগেই ছিটকে যায় টেবিলের তলানির দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যে কারণে, ম্যাচটি চট্টলার জন্য হয়ে দাঁড়িয়েছিল শুধুই নিয়মরক্ষার। এমন ম্যাচে অবশ্য অপ্রতিরোধ্য কুমিল্লার সামনে পাত্তা পায়নি আফিফরা।

মিরপুরে শনিবারের দিনের প্রথম খেলায়, টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাটিং করে আফিফ হোসেন এবং উসমান খানের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চট্টগ্রাম। দলের পক্ষে আফিফ করেন সর্বোচ্চ ৬৬ রান। এছাড়া উসমান করেন ৫২ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬০ রান পার করার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা। চর্তুথ উইকেট জুটিতে মোসাদ্দেককে নিয়ে ৭৬ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান। কার্যত সেখানেই ছিটকে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একপ্রান্ত আগলে আসরের নিজের চর্তুথ হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। অন্যদিকে মোসাদ্দেক ছিলেন খানিকটা আগ্রাসী। 

শেষ দিকে অবশ্য রিজওয়ান সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৬১ রান করে। এরপর জাকির আলীকে নিয়ে বাকি কাজটা সারেন মোসাদ্দেক। ৬ উইকেটের বড় জয়ে টানা সাত ম্যাচেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...