ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টোকসের শাপমোচন, চ্যাম্পিয়ন ‘ইংল্যান্ড’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০৪:৪৯

৫ উইকেটের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গেটি ইমেজ ৫ উইকেটের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ব্রাথওয়েটের কাছ ৪ ছক্কা খেয়ে রীতিমতো খলনায়ক বনে গিয়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। অবশ্য ২০১৯ সালের ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে, ইংলিশদের বিশ্বকাপ জিতিয়ে সেই ক্ষতে খানিকটা হলেও মলম লাগিয়েছিলেন স্টোকস। ২০১৬ এর বিশ্বকাপে খলনায়ক বনে যাওয়া স্টোকস আবারও একবার উঠলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এবার ও তার সামনে সুযোগ ছিল নায়ক বনে যাওয়ার। সুযোগ পেয়ে স্টোকস যেন সেটার পূর্ণ ফায়দাটাই নিলেন। তাতেই দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। 

এমসিজিতে ফাইনালে এদিন আগে ব্যাট করে, আদিল রশিদ ও স্যাম কারানের তোপে মাত্র ১৩৭ রান তুলতে পারে পাকিস্তান। জবাবে শুরুতে ইংলিশদের খানিকটা চেপে ধরেন পাক পেসাররা৷ তবে বেন স্টোকসের আনবিটেন হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। 

মেলবোর্নে এদিন আগে প্রথমে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটার। মূলত, রশিদ-কারানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই সুযোগটাই পায়নি পাক ব্যাটাররা। তাতেই মাত্র ত্রিশোর্ধ্ব রানের গণ্ডি টপকাতে পারে দুই পাক ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। এছাড়া অধিনায়ক বাবর আজম করেন ৩২ রান। 

শেষ দিকে শাদাব খান করেন ২০ রান। ইংলিশদের পক্ষে টুর্নামেন্ট সেরা স্যাম কারান নেন ৩ উইকেট। ক্রিস ওকস ও আদিল রশিদ নেন ২ উইকেট করে। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংলিশরা। ইনিংসের প্রথম ওভারেই সেমিফাইনালের হিরো অ্যালেক্স হেলস ফিরেন শাহিন আফ্রিদির শিকার হয়ে। এরপর সেই চাপ অধিনায়ক জস বাটলার সামাল দেওয়ার চেষ্টা করলেও পাওয়ার প্লে'র মধ্যেই ফিল সল্ট ও বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড। দু'জনকেই ফেরান পাক পেসার হ্যারিস রউফ। 

এরপর বেন স্টোকস ও হ্যারি ব্রুকসের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে ইংলিশরা। দু'জন মিলে ৩৯ রানের জুটি গড়েন। এরপর ব্রুকসের বিদায়ে ভাঙে এই জুটি। শেষ দিকে একাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বেন স্টোকস। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। তাতেই ৫ উইকেট হাতে রেখেই বিশ্বকাপ জয়ের স্বাদ নেন ইংলিশরা।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...