ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাটলারের চোখে সূর্যকুমার, বাবরের চোখে শাদাবই টুর্নামেন্ট সেরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৩৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মেগা ফাইনাল। টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পর্দা নামছে রবিবার (১৩ নভেম্বর)। এই দিনে যেমন দেখা যাবে চ্যাম্পিয়ন দলের হাসি। তেমনি মিলবে টূর্ণামেন্ট সেরা খেলোয়াড়েরর দেখা। চলমান আসরে ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তানের শাদাব খান। 

ফাইনালের আগে দুই ফাইনালিস্ট দলের নেতা সেরা খেলোয়াড়ের পক্ষে দিয়েছেন মত। ইংল্যান্ডের জস বাটলারের ভাবনায় ভারতের সূর্যকুমার যাবদ, অপরদিকে বাবর আজম এগিয়ে রেখেছেন স্বদেশী শাদাব খানকে।

 

বাটলার বলেছেন, 'আমার মনে হয়, সূর্যকুমার যাদব (টুর্নামেন্ট সেরা হবে)। আমার কাছে সূর্যকুমার এমন একজন যে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলেছে। ভারতের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপে সে ছিল অবিশ্বাস্যভাবে নজরকাড়া। '

বাবর আজম বলেন, 'আমার কাছে মনে হয়, শাদাব খান যেভাবে খেলছে তার এই পুরস্কার পাওয়া উচিত। সে দুর্দান্ত বোলিং করছে, তার ব্যাটিংয়েও বেশ উন্নতি হয়েছে। অসাধারণ ফিল্ডিংসহ সবশেষ তিনটি ম্যাচে তার প্রভাবশালী পারফরম্যান্স তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের প্রধান প্রতিযোগী করে তুলেছে। '

 

সূর্যকুমার ছয় ম্যাচে করেছেন ২৩৯ রান। ব্যাটিং গড় ৫৯.৭৫। চোখ জুড়ানো স্ট্রাইকরেট ১৮৯.৬৮। আসরে অর্ধশতক করেছেন ৩টি। 

 

এদিকে শাদাব খান লেগ স্পিনে ওভারপ্রতি ৬.৫৯ রান দিয়ে এখন পর্যন্ত তার প্রাপ্তি ১০ উইকেট। ব্যাট হাতে এক ফিফটিতে ৭৮ রান করেছেন, যেটা দলের জয়ে দারুণ কার্যকর ছিল। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...