ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রেকর্ডবুকে উইন্ডিজের সঙ্গী হবে কে?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৬:৩০

ফাইল ছবি। ফাইল ছবি।

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। এরপর গত ১৫ বছরে পর্দা নেমেছিল আরও ৭টি আসরের। এখন পর্যন্ত একমাত্র দল উইন্ডিজ যারা দুইবার শিরোপা জয়ের মুখ দেখেছে। ২০১২ এবং ২০১৬ সালে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল দলটি। এবারের তাদের রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে পাকিস্তান অথবা ইংল্যান্ড। 

 

নবম আসরের প্রথম সেমিতে পাকিস্তান ৭ উইকেটে ও দ্বিতীয় সেমিতে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ উইকেটে।চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে আগামী ১৩ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। জয়ী দলের সংগ্রহশালায় যোগ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি।

 

২০০৯ সালে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। একবছর বাদে ২০১০ সালে অনুষ্ঠিত তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। 

 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট সুপার টুয়েলভে তুলনামূলক ছোট দলের কাছে হারের মুখ দেখেছে। পাকিস্তান হেরেছিল জিম্বাবুয়ের কাছে, অপরদিকে আয়ারল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হেরেছিল ইংলিশরা। 

 

নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...