ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়লেন বাটলার-হেলস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৪:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে করেছেন এমন কীর্তি। তাদের বিধ্বংসী জুটিতে পেছনে পড়েছে কুইন্টন ডি কক ও রাইল রুশোর যৌথ ১৬৮ রানের ইনিংস। 

 

চলমান আসরে বাংলাদেশের বিপক্ষে ডিক কক ও রাইলি রুশো মিলে করেছিলেন ১৬৮ রান। আগের আসরে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে ভারতের বিপক্ষে করেছিলেন ১৫২ রান। এর আগে দীর্ঘ সময় সর্বোচ্চ রানের জুটি ছিল মাহেলা জয়াবর্ধানে ও কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে উইন্ডিজের বিপক্ষে এই দুই গ্রেট মিলে করেছিলেন ১৬৬ রান।  

 

বাটলার-হেলসের রেকর্ডময় দিনে ইংল্যান্ড জয় পেয়েছে দশ উইকেটে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে ২০১৬ আসরের রানার্সআপরা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...