ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ধর্ষণকাণ্ডের পর মারামারির অভিযোগ লঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ২১:২৫

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মাঠের খেলায় লঙ্কান সিংহরা বিদায় নিলেও, মাঠের বাইরের বিতর্কিত কাণ্ডে আলোচনায় দলটি। বিশ্বকাপ খেলতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের অপেশাদার আচরণ জন্ম দিয়েছে আলোচনার, হচ্ছে সমালোচনাও।

লঙ্কান তারকা ব্যাটার ধানুশকা গুনাথিলাকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, এবার আরেক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ক্যাসিনোয় মারামারির অভিযোগ। যদিও অভিযুক্ত ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তবে ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লঙ্কান বোর্ড।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের দাবি, আফগানিস্তান ম্যাচের পর লঙ্কান এক ক্রিকেটার ব্রিসবেনের ক্যাসিনোতে গিয়ে সেখানে একাধিক যুবকের সঙ্গে প্রথমে তর্ক এবং পরে মারামারিতে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, ওই ক্রিকেটার ছাড়াও দলের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।

উল্লেখ্য, সদ্য এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি। প্রথম রাউন্ডে নামিবিয়ার কাছে হেরে বিশ্বকাপ শুরু করা দলটি শেষ পর্যন্ত উঠেছিল সুপার টুয়েলভে।যদিও সুপার টুয়েলভে লঙ্কানরা উপহার দিতে পারেনি দাপুটে ক্রিকেট। বাদ পড়েছে তাই আগেভাগেই। তবে মাঠের বাইরের বিতর্কিত কাণ্ডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দলটি।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...