ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভালো করার বিশ্বাস ছড়িয়ে দিয়েছেন সাকিব 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০১:০৩

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সাকিব মানেই যেন বিতর্ক, সাকিব মানেই যেন সফলতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর একদিন আগেই দিয়েছেন বিতর্কের জন্ম। আবার কথা দিয়েছিলেন অতীতে যা হয়নি,এবার তাই হবে। ম্যাচ শেষে হয়েছেও তাই। ১৫ বছর পর বিশ্বকাপ মূল পর্বে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্যদের মত সাকিবও প্রথমবার জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলেছে ম্যাচ। সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন ভালো করার বিশ্বাস।  এমনটিই জানিয়েছেন নাজমুল হোসেন  শান্ত। 

 

শান্ত বলেন, অধিনায়কের যে জিনিসটা ছিল, আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং অধিনায়ক অনেক ইতিবাচক ছিলেন। বিশ্বাসটা তিনি দিয়েছেন আমাদের এবং সবারই বিশ্বাসটা ছিল, যে দলটা এখানে এসেছে, তাদের ভালো করা সম্ভব। ওই বিশ্বাস নিয়েই আমরা মাঠে এসেছি। আমরা এই পুরো সফরে নেতিবাচক কিছু চিন্তাই করছি না। আজকে ভালো শুরু পেয়েছি টপ অর্ডারে, আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে। ’

 

নেদারল্যান্ডসের বিপক্ষে ইমপ্যাক্টে ইতিবাচক থাকলেও ম্যাচ শেষে নিজের বিষয়ে প্রশ্ন শুনতে  বোস্বাচ্ছন্দ্যবোধ করেননি শান্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। আশা করব, সামনের ম্যাচগুলোও আমরা এভাবে চেষ্টা করব ভালো খেলার। ’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...